নিউজ ক্লিক কিন্তু হঠাৎ গজিয়ে ওঠা নিউজ পোর্টাল নয়। এদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে। নিউজ ক্লিক একটি স্বাধীন মিডিয়া হাউস যারা সমালোচনামূলক সাংবাদিকতাকে ঊর্ধ্বে তুলে ধরেছে বরাবর। যাদের অন্যতম বড় কৃতিত্ব হল, গোদি মিডিয়া যখন কৃষক আন্দোলন সম্পর্কে নীরব, তারা তখন ঐ আন্দোলনের প্রায় প্রতিদিনের বিবরণী দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এবার বোঝা যাচ্ছে অমিত শাহের দিল্লি পুলিশ, কেন ভোর না হতেই, পৌঁছে গিয়ে নিউজ ক্লিকের দরজায় কড়া নেড়েছিল?
by মানস ঘোষ | 10 October, 2023 | 1138 | Tags : News Click Midnight Knock Emergency Independent Journalism